আমিই তব সুখ,আমিই তব দুখ
হাসি-কান্নার সকল উৎস |
আমিই সৃষ্টি , আমিই কৃষ্টি
আবার আমিই ভীষণ ধ্বংস
সংহারক বূপে দানব বীভৎস |
আমি তব মুখে তুলি যে অন্ন
আমিই আশিস সভ্যতার জন্য |
আবার আমিই বশিষ্ঠের সাপ
কাল গর্ভের অযাচিত পাপ
বন্ধুর হাতে বন্ধুর খুন
আমিই ঝরাই রক্ত দ্বিগুণ !
আমিই সকল ভয়ের কারণ
কেড়ে নিই আমি দুর্মূল্য সব জীবন !
প্রহরীর হাতে আমি রক্ষক
দুষ্টের হাতে আমি ভক্ষক ,
নেই কোনো ধর্ম-জাতের বিচার
মায়া-মমতার  ধারিনাতো ধার |
লক্ষ্যে অটুট সদা থাকি তাই
আমার তো কোনো বন্ধুও নাই
কোনো খানে কোনো শত্তুর নাই |
আমি পৃথিবীর অফুরান জ্ঞান
মহাশূন্যের স্বপ্ন উড়ান !
আমিই গর্ব বিশ্ববাসির
আবার আমিই দুস্বপ্ন ভরা
চোখ পড়শির |
আমিই জীবন করি তব দান
আবার আমিই কাড়ি সব প্রাণ !
আমি বিজ্ঞের সাধনার ফল
বহু বলিদানে কষ্টার্জিত ফসল |
আমি টর্পেডো তব রণতরী
বোমারু বিমান ও সাবমেরিন
লিখি ইতিহাস রোষানলে ভরি |
আমি শেষ কথা পরমাণু ঝড়
মৃত্যুর মেঘ শোণিত সাগর |
আমিই শান্তি , আমিই অশান্তি
ঘৃণ্য হাতের আমিই ভ্রান্তি ,
শোষকের সাথে লড়াই এ আমি
হলেম ক্রান্তি |
আমি ত্রাস , আমিই বিশ্বাস
এসেছি বিশ্ব করিতে শাসন
আমার বলেই  হয়ে বলিয়ান
করো  রোজ তুমি যে আস্ফালন |
আমি বিজ্ঞান , বিশেষ সে জ্ঞান
থেকোনাকো তুমি আর অজ্ঞান |
নাহলে শেষও আমিই করবো
গাইবো তোমার বিলুপ্তির গান !