একটা মস্ত আকাশ ছিলো যার বিচরণ ক্ষেত্র |
গো বিশ্ব পরিভ্রমনের স্বপ্ন দেখতো যার দুটি নেত্র |
যার ডাকের অপেক্ষায় থাকতো প্রত্যুষের আলো |
ভরা গোধূলি যার ডানায় রোজ রঙের মেলা
বসাবে বলেছিলো |
আজ সে ছোট্টো একটি খাচায় বন্দী হয়ে আছে !
থমকে গেছে তার গোটা পৃথিবী স্বল্প পরিসর মাঝে !
যে ডানায় বাতাস ভরে উড়তো অসীম নীলিমায়
হারিয়ে ফেলেছে তাকেও সে সময়ের ছলনায় |
আজ সে আর মুক্ত বিহঙ্গ-দের দলে নেই |
পায়না স্বাধীনতার স্বাদ তার বক্র ঠোঁঠ কোনোভাবেই |
বৃথা ডানা ঝাপটানোর শব্দ যায়না কারো কর্নকূহরে |
নিষ্প্রাণ লৌহ তারের খোঁচায় শুধুই শরীরের রক্ত ঝরে !
আজো ভোর বেলায় সে ডাকে,তবে ভিন্ন অনুভূতিতে
কারো নাম ধরে ডাকতে শেখানো বুলিতে,ঘুম ভাঙাতে |
সারাটা দিন বদ্ধ পিঞ্জরে দম বন্ধ হয়ে আসে তার ;
যদিও জোটে ভালো ভালো নানান প্রকার খাবার |
তবুও মুক্ত আকাশের বুকে ওড়ার তীব্র বাসনা ,
সবুজ বনানীর মাথায় মাথায় ফেলে আসা উন্মাদনা
তাকে কুরে কুরে খায় অনবরত |
ইচ্ছেদের মেলে ধরার অভ্যাস আঘাত হানে সতত |
ভাগ্যের নির্মম পরিহাসে পেলো বন্দিদশার হেন অসুখ |
জানে না সে কখনো পাবে কিনা ফিরে আর বন্য সেই সুখ!