শিয়রে ফণা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে কালসাপ !
কোনোমতে গুটিসুটি মেরে পিঁছুলাম একধাপ ।


বেরিয়ে এলাম এক ছুটে খোলা আকাশের নীচে ;
বসে রইলাম আঁধার ঘেরা ছাদটায় মুখটি গুঁজে ।


চেয়ে দেখি খোলা ও কার্নিসে ঘুরছে সেই সাপটি !


আমি চিৎকার করে উঠলাম ,বলো কি আমার পাপটি ?


কেহ শুনিল না আমার সে আর্তনাদ ভরা কথা !
বা'দিকের বক্ষমাঝে উদয় হলো একটুকরো ব্যথা ।


আচমকা আকাশ হতে দুপ করে নিভে গ্যালো তারা ;
আমার স্বপ্নের ও ছাদখানি এতদিন দিত যে পাহারা । 


সুধালেম নীলিমারে জানো,কাকে তুমি হারালে আঁধারে ?
প্রহর কহে,রাখো হাতখানি বক্ষ পরে,খুঁজে পাবে তারে !


সময়ের ক্ষুদ্র ঘর ছেড়ে এসেছ বৃহত্তর সংসারে ,
মিলেছে যেথা অজস্র আত্মা , সব খেলা সাঙ্গ করে ।