নীলিমার এক , দল-ছুট মেঘ
অসীমের বাঁকে থমকে দাঁড়ায় |
স্বপনে যাহারে আঁকি বারে বারে
ডাকিলো সে মোরে ইশারায় |
কত কথা ভাবি ভাবনারো দেশে
সব অবকাশে , ঘুরে ঘুরে |
কত আশাতে নিত্য আনন্দে
মোর সুখ যাকে খুঁজে ফেরে |
পেলাম যে তারি দেখা অবশেষে
পূবের আকাশে শূন্য মাঝে |
অপরূপ রূপে সাজিয়া আসিলো
মোর সে কুঠির দ্বারে , সাঁঝে |
কেমনে করিব বরণ তাহারে
এ খালি হৃদয় কুঞ্জেতে |
ঝরো-ঝরো ঝরে গেছে সব কথা
বিরহেরো সে আকাশ হতে |
পুনরায় তরী দিব যে ভাসান
কোথা পাই আমি সে সাহস |
তারো সম্মুখে তবু নিরুপায়
জ্বালি নেভা দীপ , ভুলি সব রোষ |