ভাঙা কোমরটি ভেঙেছে ফের উঠিব বল কেমনে
নীড়খানি  ঐ  লুটোপুটি  খায়,স্বপন গেছে ভাসানে !
হারালো মোর সুখ পাখিটি তুফানি সে বেলাশেষে
বুলবুলেরি দগদগে ঘা টি  বিষালো অম্পান এসে !
ত্রাসেরো রজনী ভোর হতেই ভরিলো মন বিষাদে
দক্ষযজ্ঞ দেখি চারিদিক , পড়েছি মহা বিপদে |
তিলে তিলে রক্ত বিন্দু দিয়ে গড়িলেম যে আশ্রয়
চালিয়েছে দানব তাহাতে ব্রহ্মাস্ত্র , করেছে লয় !


এমনি নিঃশ্ব জনে ঈশ্বর কেমন তব বিচার !
হেন দিন দেখিতে কি তব পূজিলেম বারবার ?
কৈফিয়ত্ চাইলে তুমি কেন সাজিছো মূক দর্শক ?
শ্মসান ভূমিতে আসিয়া কি বাটিবেনা মোর শোক ?
কি বা হেতু সংহারক রূপ করিলে তুমি ধারণ ?
করি কেমনে যে আজ ধ্বংস স্তুপে জীবন যাপন !