সময়ের ধাবমান চাকায় পিষ্ট হতে দেখলাম
উন্নত সভ্যতার নীচু তলার হৃদপিণ্ড গুলিকে !
এক রাশ প্রতিশ্রুতি দিয়েও শেষ বেলায়
রক্ত ঝরালো দিবাকর দিগন্ত রেখায় !
আঁধারের গর্ভগৃহে রচিত হলো ভাগ্যের নির্মম পরিহাস !
উত্তাল শোণিত সাগরের ঢেউ আছড়ে পড়লো
নিষ্ঠুরতার শেষ বালুচরে !
তার পর ঘণ্টা বাজলো ভীষণ জোরে ,
মন্দিরে মন্দিরে নানা উপকরণে সাজলো
প্রসাদের থালা !
কার জন্য এতো আয়োজন ?
কোন ফুলে পূজিত হয় তোমাদের ঈশ্বর ?
রক্ত মাখা বেল পাতায় সত্যিই কি কোনো
ইষ্টদেবতা তুষ্ট হয় ?
জানতে চাইলো হাড়িকাঠে খাঁড়ার নীচে অপেক্ষা রত
ছাগল ছানাটি !