প্রতিবন্ধকতা মানে হেরে যাওয়া নয় ;
ব্যর্থ মানে চিরতরে থেমে যাওয়া নয় ।


চলার পথের ক্ষণিক পরীক্ষা মাত্র ;
বলতে পারো ও সকলি , এগিয়ে যাওয়ার মন্ত্র ।


কেন মিছে তবে পিঁছে তুমি পড়ে রও !
অগ্রে তুমিও এবার ধাও ।
যেতে হবে বহু পথ দীপখানি নেভারও আগে ,
বৃথা কাজে তাই কোরোনাকো ব্যয় সময়টাকে ।


নদীকে দেখেই শেখো ;
কেমনে পেরোতে হয় বাধার পাহাড় ।
মোহনার দিকে দ্যাখো ;
পেয়ে যাবে জীবনের মহা উপহার ।


সূর্যের মতন হও ;
জ্বালাও অন্তরে সাহসের অগ্নিকুণ্ড ।
দুর্বলতা সবি জ্বলুক না দাও দাও ;
খুঁজে আনো কনিষ্কের হারিয়ে যাওয়া মুণ্ড ।


মেঘের কাছেই জেনে নাও অসীমের পথ ;
বাতাসের কাছে চাও বিশ্ব জয়ের সে রথ ।
বৃষ্টি দিয়ে ধুয়ে দাও মলিনতা যত ;
জমাট বাঁধা শিরায় ছুটুক আবার তপ্ত রক্ত ।