প্রকাশ্য দিবালোকে 
স্বদর্ভে সকল জনপথে 
ঘুরছে ওরা 
মারণ সব অস্ত্র হাতে ।


কোনো কিছু করেনি মেয়েটা ,
ফিরছিল কলেজ থেকে ।
তপ্ত রাস্তায় ছেড়া খোঁড়া নগ্ন 
পড়ে রইলো তার নিথর দেহ ;
আসেনি কেউ বাঁচাতে তাকে !


দানব লীলা দেখলো সবাই ;
কেউ কেউ তুললো ফটো 
যাওয়া আসার পথে !
নিশ্চিন্তে সারলো কর্মকাণ্ড ওরা ;
এঁকে দিলো লাল নক্সা 
যুবতীর যৌবনা নদীতে !


এই তো আজ সকালেই 
দিয়ে গেছে হুমকি
গরীব মুদির দোকানে ;
চাই হপ্তা সন্ধ্যার আগেই 
না হলে পড়ে রবে লাশ হয়ে
তোমারি বাড়ির দালানে !


এভাবে আর বলো কতদিন
মুখ বুজে থাকা যায় ?
দেশলাই কাঠির মত
একে একে না মরে
চলো সব্বাই 
একসাথে আগুন জ্বালাই ।


মনে রেখো ;
যদি তুমি ভয় পাও 
তবে ভয় দেখাবে মশা মাছিও ।
আর ;
যদি তুমি রুখে দাঁড়াও
তবে হার মানবে বাঘ সিংহও ।