তপ্ত রাস্তা , নগ্ন দু'পা , প্ল্যাকার্ড হাতে
হেঁটে চলেছে মিছিলে , বঞ্চিতরা সারি সারি ;
শ্লোগানে মুখর গাঁয়ের পথ হতে শহর ,
এ নয় কোনো প্রমোদ সাফারি ।


দীর্ঘকাল ব্যাপি প্রবঞ্চনা , অপশাসন 
ভেঙে চুরে ছারখার করিতে বেঁধেছে জোট
তারা , যাদের বুকে ছুরিটি মেরে
রাঙিয়েছ তুমি বার বার , নিজের ঠোঁট ।


তোমার বশিভূত ও সৈন্য দল
কেড়েছে যাদের সহায় সম্বল ;
রাজপথে আজ নেমেছে তাদের ঢল ।
রুধিতে পারবেনা ওদের আজ আর 
তোমাদের মিথ্যা প্রতিশ্রুতি রূপি ছল ।


শোষণ-তোষণ , লুটেরা রূপি অগ্রাসন 
করেছে সাধারণেরে আজ প্রতিবাদী ;
কাঁপে জনপথ সকল তারি রোষানলে ,
উঠেছে জেগে দেখ চেয়ে , সুপ্ত জেহাদি ।