ভবিষ্যৎ ও বর্তমানের সীমারেখা বরাবর
বয়ে চলেছে অবিরাম মত্ত গতিতে মৃত্যু নদী ,
অশান্ত তার প্রবাহ হুংকার ছাড়ে অনবরত |


তার গর্ভাভিমুখী টান কে উপেক্ষা করিতে পারে
যে সাহস,হারিয়ে ফেলেছি তাকেই আমি অতীত
স্মৃতির চোরা বালিতে ! তাই আজ দু'পা চলিতেই
হোঁচট খাই ভাগ্যের গহীন আঁধারের পাতা ফাঁদে !


এমনি তমসা হতে মুক্ত করিতে পারে কি কেহ
মোরে ? হে মেঘাবৃত আকাশ তুমি রোদের ঠিকানা
দিতে পারো কি ?আকুতি মোর তুলিলোনা কেহ কানে !


ক্রমশ ফিকে হয়ে আসছে দুচোখের দৃষ্টি শক্তি ,
ফেলে আসা দিন গুলি কেড়ে নিচ্ছে রাতের ঘুম !
চোখের সম্মুখে দেখি বলিরেখায় মিলিয়ে যাচ্ছে
রংবেরঙের সুখ পাখিরা | বিবর্ণ সময়ের ভ্রু-
কুটিতে দিশাহারা স্বপ্নেরা অপঘাতে মরে আজ !


জাগরক্লান্ত শরীর কে গিলছে ভীষণ অবসাদ !
অবসন্ন দেহ-টিকে হিঁচড়ে নিয়ে যায় মত্ত ঢেউ ,
জীবন মৃত্যুর বিভাজিকা পার করে থামতে চায়
মৃত্যুর কোলে , সংগ্রামী মনের ব্যর্থ সব চেষ্টারা !


অবরুদ্ধ কণ্ঠের সহন সীমানায় দাঁড়িয়ে ঐ
মৃত্যু দূত বাড়িয়ে রেখেছে হাত ! তবু হাত'পা ছুড়ছি দিগ্বিদিক শেষ স্পন্দনটুকু ধরে রাখতে | জানিনা
এ ক্ষিপ্ত দানবের সম্মুখে কতক্ষণ জ্বলবে প্রাণ দীপ !