সহজ সমীকরণে হত পূর্ণ সমাধান যার |
বদলিলো দ্রুত সে চিত্রপট সহসা আসিলো জট |
কোথা হতে এলো এত মেঘ ভরাতে কালো আঁধার |
হৃদয় সমুদ্দুরে ঘটিলো মত্ত ঢেউয়ের বিভ্রাট |


ভরা বসন্তে ছাইল গ্রীষ্মের নিদারুণ প্রখরতা |
প্রাণহীন কথা গুলো সব ঝরঝর পড়ে ঝরে |
মোর আঙিনা জুড়ে বহিছে শুধু আজ নীরবতা |
অন্তঃকরণ উঠিলো আজ শোণিত ক্ষরণে ভরে !


এমন খালি কুঞ্জেরো পরে লাগে বড় একা একা |
স্বপনে এঁকে ছিলেম যারে কোথা তারে আজ খুঁজি !  
রিক্ত এ নীড়েতে আসি দিবে কি কভু সে দেখা ?
শত শত বেদনা রুধিয়া তবুও চাতক সাজি !


কেন হলো যে কঠিন এত জীবনের সব অঙ্ক !
কাটিবে কি কভু আর হেন অমানিশার দিনাঙ্ক ?