ঝড় ঝাপটার সে  কিশোর বেলা শেষে
           আসে যে যৌবন |
হৃদ কুঞ্জে ফোঁটা  পুষ্পের সুবাসে
            মাতায় ভূবন |


অতীব সংবেদনী  হাজারো দায়ীত্বের
            আগমন কাল |
স্বপ্ন আঁকা চোখে  অজস্র কর্তব্যের
            পূর্ণ সকাল |


জীবন সাগরেতে  তরীখানি ভাসিয়ে
             চলে সংগ্রাম |
সংসার রূপেতে মোহনাকে সাজিয়ে
             ছোটে অবিরাম |


বসন্ত  বিলাপে   আকাশখানি  মেঘে
             ঢাকে কারো কারো |
পথ ভুলে কুয়াশা  অকালের সে মাঘে
             আঁধার করে জড়ো |


ভাঙা গড়া খেলায়  বানভাসি নয়ন
             মানে না তো বাঁধ |
তবুও ঢেউ ভুলে  বয়ে চলে জীবন
             টুটে সব রোধ |


এ  যৌবন  মায়াবী   সে  সুখ  সন্ধানী
             বাঁধা মানে হার |
নূতন  অতিথীর   মৃত  সঞ্জীবনী
             প্রাণে দেয় ধার |


পরিপক্ক হাতে  বৈঠাখানি টেনে
             খুঁজে নেয় দ্বীপ |
সর্ব দুর্যোগে   তার অগ্র ধাবনে
             বাঁচে কূল-দীপ |