প্রতিটা যুদ্ধ জয়ের ইতিহাস লেখা হয়
রাজার পরাক্রমতায় ভরা বীরগাথা এর পাঁজড়ে পাঁজড়ে |
নেপথ্যে রয়ে যায় সব বীর সৈনিকের আত্মত্যাগ
রাতের আঁধারে চাপা পড়ে যায় সব বলিদান !
যে কুসুম ঝরলো রণক্ষেত্রে রক্তকরবী হয়ে
ক্ষতবিক্ষত হলো যে দেহখানি খঞ্জর , তরোয়াল , বুলেটের আঘাতে , তাঁর কথা শোনা যায় একবার
মোমবাতির মৌন মিছিলে ! আর তার পর
স্মৃতির গহীনে বিস্মৃতির পৃষ্ঠপোষকতায়
জল সমাধি হয়ে রয় ! আবার যুদ্ধ আসে
আবার বীরত্বের ডালি নিয়ে সম্মুখ সমরে হাজির হয়
হাজার হাজার নব নব বীর বিহঙ্গ , দেশ রক্ষায় |
শত শত প্রাণাহুতির পর প্রাপ্ত হয় আকাঙ্খিত জয় |
আর সেই বিজয়ী ভূমিতে বসে আনন্দ উৎসবে
মেতে ওঠে রাজা ! বাহারি উপঢৌকনে ভরে ওঠে
রাজ প্রাসাদ ! কিন্তু উপেক্ষিত সেই ওরাই !
বাস্তবের রুক্ষ মাটির একি নির্মম পরিহাস ?
তবুও ওরা লড়ে , আজও লড়ছে
যুদ্ধের সূচনা লগ্ন থেকে ভিন্ন রূপে মায়াবি শত্রুর সাথে |
মারণাস্ত্র নয় শুশ্রূশাস্ত্র হাতে নিয়ে চলছে প্রাণপন লড়াই
এ লড়াই অস্তিত্বের লড়াই ,এ লড়াই প্রাণপ্রতিষ্ঠার লড়াই
জিততেই হবে | জিতেও যাবে , অপেক্ষা শুধু সময়ের |
এ লড়াই শেষে সেজে উঠবে বসুন্ধরা আবার নব রূপে
ভরবে বাতাস প্রাণের নব কলরবে |
জয়ের হাসি হাসুক রাজা , নেই কোনো ক্ষতি | শুধু
বিজয় ইতিহাসে লেখা থাক নেপথ্যের ইতিউতি |