হে বিশ্ব বন্দিত কবি
জ্ঞান ভিক্ষুক যে আমি
দিয়ো গো মোরে সাহারা ,
তব অমৃত সুধা
ক্ষণিক দিয়ো গো মোরে ধারা |
কিছু নাহি চাহি আর
থাক পদতলে তব মোর
নত শির বার বার |
জ্বেলেছ যে দীপ তুমি
বিশ্বেরো দরবার মাঝে
আমায় দিয়ো ক্ষণিক আলো
সকল প্রভাত সাঁঝে |
চিত্তের খোলা দ্বারে
রেখে যেও পদধূলি তব
স্বপনে আসিয়া দিয়ো মোরে
উপদেশামৃত যত |
অজ্ঞানতা যা আছে সব
দূরিয়া করো হে মোরে ঋত |
আজি বৈশাখী ধন্য দিনে
অঞ্জলী মোর তব পায় |
দিয়ো গো হেন রিক্ত জনে
তব চরণ তলেতে ঠাঁই |