কেমন আছো সরমা ?
তুমি কি শুনতে পাচ্ছো তোমার খেলাঘরের
এক একটি ইট খসে পড়ার শব্দ ?
বছর চার হলো তুমি আমাদের ছেড়ে চলো গেছো
দূর আকাশ পাড়ের নক্ষত্র পাড়ায় !
সেদিন বড় অভিমান হয়েছিল আমার ,
কিন্তু আজ বুঝলাম ভাগের মা-বাবা হয়ে
জীবন্ত লাশের মত বেঁচে থাকার থেকে
মৃত্যু অনেক অনেক সুখের ! জানো সরমা ,
আমাদের হাতে গড়া খেলাঘরের সব থেকে
মজবুত স্তম্ভ দুটি বড়ই কমজোর হয়ে পড়েছে আজ !
নিজেদের মধ্যে সংঘাতের শেষ লগ্নে
পরিপাটি গুছিয়ে দুই ছেলে বউ আলাদা হয়ে গেলো !
সখের সে খেলাঘরটির মাঝ বরাবর উঠলো দেওয়াল ,
ভাগ্যের নির্মম পরিহাসে আমি হয়ে গেলাম ভাগের বাবা !
কর্ম জীবনের এক জন সফল যোদ্ধা যে
শত্রুর প্রচণ্ড গোলা বর্ষণের মাঝেও বুক চিতিয়ে থেকে মাতৃভূমির জয় ছিনিয়ে আনতো ,
আজ সে জীবন যুদ্ধের পরাজিত এক বৃদ্ধ সৈনিক !
এই নির্মম সত্যের মুখোমুখি হওয়ার সাহস তার নেই !
কত আশা নিয়ে বাড়িটার নাম রেখেছিলে খেলাঘর !
আজ সে ঘর আর ঘর নেই , শূন্য ব্যালকনি জুড়ে
শুনছি শুধু ভরা গ্রীষ্মের হাহাকার ধ্বনির মত্ত রণডংকা !
আর পারছিনা সরমা ! এ কঠিন পীড়া হতে মুক্তি দাও !
তুলে নাও আমাকেও তোমার সে ; চির শান্তির দেশে !