একজন সাদামাঠা জীবন সঙ্গী খুঁজি আমি
যার কাছে পার্থিব সুখ বলতে শুধুই আমি |
সুসজ্জিত হরিণ চোখ আমার চাই না ,
প্রকৃতির নিয়মে গড়া নিখাদ চাহনি
তৃপ্তি দেয় আমায় |
বাহারি ফ্যাশনে সেজে ওঠা মাথা না পছন্দ আমার ,
অনাদরে বেড়ে ওঠা লম্বা এলো কালো চুল
পাগল করে আমাকে |
রঙ লাগানো ঠোঁটের কৃত্রিম হাসি তিক্ততা জাগায় হৃদে,
মুক্ত অধরের অমলিন কিরণে মাতাবে ভুবন
এমনি একজনকে আমি খুঁজি | এসেওছিলো সে একদিন স্বপনে , তারপর..
হাজারো বছর ধরে বহু পথ ঘুরে ঘুরে খুঁজে চলেছি
তাকে | মেলেনি আজো !
তবুও আমি রইবো আরো হাজার হাজার বছর
তার পথ চেয়ে , তার অপেক্ষায় |