বাঁধন হারা প্রাণের পরে
        আজিকে খুশি উঠিছে জাগি ,
উতল হাওয়া মাতাল করে
        করিছে মোরে আজ বিবাগী |
                    স্বপন দেখি রোদের মত
                    মাখিয়ে দিই সকল আলো ,
                    তোমার ছোঁয়া পাইব যত
                    মিলাবে তত হৃদের কালো
                                থাক না যত মন বিহাগী |



অভিমান ভুলে আসিব কাছে ,
       মুখটি তব আঁচল দিয়ে
ঢাকো যতই তুমি ওগো মিছে
       ঘোমটা ঠেলে দেখিব চেয়ে |
                  রাতের যতই দুঃখ থাকে
                  ভোরের বেলা ঊষার ডাকে
                  মিলায় সবি অসীম বাঁকে
                  সোনালী আলো তনুতে মেখে ,
                                হোক না যতই সে রাগী |


আকাশ তলে বাদল হয়ে
     ঝরবো তব গায়ের পরে ,
সর্ব সুখ কুড়িয়ে লয়ে
     ঢালিব আনি তোমার দ্বারে |
                 তখন তুমি তাকিয়ে রবে
                 অবাক হয়ে আমায় ছোঁবে ,
                 হৃদয় ক্ষুধা ভরিয়ে দিবে !
                 যেমনি ভাবে গুনগুনানি
                            আলির প্রেমে ফুল সোহাগী |