থমকে দাঁড়ালেম সেদিন পথের বাঁকে ,
যেথা চেনা দিনগুলি স্মৃতি হয়ে আছে  
সেথা , এক বৃষ্টি স্নাত সাঁঝে , মনে হল 
যেন দেখিলেম তারে আবছা আঁধারে 
অচেনার ভিড়ে , চাহিল বারেক ফিরে
অভিযোগি চোখে মেঘের আড়াল হতে
সে মেঘ বালিকা , হারিয়েছিলেম যারে
অসীমের মাঝে , বজ্রের ভীষণ রোষে ।
চেতনা ফিরিতে দেখি চেয়ে উধাও সে
অঝোর বর্ষণে ভিজে কাক প্রায় আমি ,
বিঁধি বক্ষ মোর একঝাক প্রশ্নবাণে ,
সে মেঘ বালিকা মেলিল ডানাটি তার
নিরুদ্দেশে , মাতাল  হাওয়ার  পরশে ;
তবুও আঁখিযুগল  খোঁজে সে মরীচিকারে !