যখনি বলতে যাই এ উপত্যকার আসল রহস্য ,
মেরুকরণের আসল উদ্দেশ্য | তত-বারই
একটা অদৃশ্য হাত আমার সম্মুখে প্রকট হয়ে
গলা চেপে বলতে থাকে , বেঁচে আছিস বেঁচে থাক
অযথা তোর কেন এত মাথা ব্যথা |
রুদ্ধ শ্বাসনালি দিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলি
আর তার পর ভুলে যাই সব কথা |
কর্ণের মত অভিশপ্ত নই  | তবুও পরশুরামের অভিশাপ ঠিকই কার্যকর হয় | গ্রাস করে বাক্য-রথ |
কোপার্নিকাস হয়ে সত্যের সম্মুখীন হতে পারিনা বলেই
গ্যালিলিওর মত অন্ধকার কারায় নিজ সত্তার বিসর্জন দেখতে হয় ! মুণ্ড বিহীন ধড় নিয়ে
ইতিহাসের সাক্ষী হয়ে রই কনিষ্কের মত | জানিনা
জরাথ্রুষ্টের জেন্দাবেস্তার এক ঈশ্বরবাদ
আর কখনো সম্ভব কিনা !
তবুও চাতকের রক্ত কণ্ঠের ডাক শুনে উদবুদ্ধ হই
আর তার পর গুনতে থাকি প্রতীক্ষার প্রহর |
বৃষ্টি বিহনে খাল-বিল , নদী-নালা , সব জলাশয়
শুকিয়ে গেলেও আমি  তাঁর আশায়
এক বুক মরুভূমি নিয়েও ঠিক বেঁচে থাকবো
এ উপত্যকার বুকে মিলন সাগরের ঢেউ না আসা অব্দি |