হাজার বছর ধরে বহু পথ ঘুরে ঘুরে
ক্লান্ত পথিকের বেশে দাঁড়িয়ে আজিকে শেষে
নিভৃতে নিরালে স্মৃতির ও অন্তরালে
জমা কথাদের ভিড়ে একেলা বিপন্ন নীড়ে ।


কথা দিয়েছিল কেউ রুধিবে তুফানি ঢেউ
প্রলয় অগ্রে দাঁড়ায়ে দু'বাহু তার বাড়ায়ে
বাঁধিয়া বাঁধনে সুমধুর আলিঙ্গনে ।


আজি তপ্ত মরু বক্ষ , বারি বিহনে সে রুক্ষ 
ভেজাইবে কেই বা এসে এ মরুর দেশে !


শব্দগুলো ঝরে ভাষা বিহনে অঝোরে ,
সিলিং ছোঁয়া নীরবতা গ্রাসিল অগোচরে !


শিউলির সে পথ শিশিরে ভেজানো ঘাস
ভুলি যে কেমনে আমি সেই মধু মাস ।


ফুরালো সকল বেলা , ভাসিছে স্মৃতির ভেলা
আঁধারের বক্ষ ভেদি বাধার প্রাচীর ছেদি
দূর বহু দূর নাম না জানা  সে অচিনপুর ;
জানি না মিলিবে কি না , সেই সে মোহনা !