আমার নষ্ট কুটির পাশে জেগে ছিলো সারা রাত
যে তারা , তাকে নির্বাসন দিলো মহামান্য আকাশ !


আমার নষ্ট কুটির দ্বারে মিটিমিটি জ্বলছিল যে
জোনাকিরা , তাদের মৃত্যু দণ্ড দিলো মহামান্য সময় !


আমার তপ্ত শরীর শীতল করতে চেয়েছিল 
যে দখিনা বাতাস , তাকে কাঠগড়ায় তুললো 
মহামান্য কালবৈশাখী !


যে গোধূলি আমায় রামধনুর শহর দেখাবে বলেছিল
তাকেই বন্দী করেছে রাহু তার মুখগহ্বরে !


এক পসলা বৃষ্টি হয়ে আমায় ভেজাতে সেজেছিল  
যে মেঘ , তাকে রক্তাক্ত করলো পাষাণ বজ্র !


চারিদিকে যখন বসন্ত মেতেছে রঙের দোলে ;
বাহারি সাজে সেজে উঠেছে মাঠ-ঘাট , বন-বনান্তর ;


তখনও আমার নষ্ট কুটির দ্বারে যৌবনা গ্রীষ্ম 
বিরাজমান !


সহস্র নদীর আর্তনাদ বক্ষে নিয়ে বসে আছি
মোহনা হতে অনেক দূরে , শেষ সূর্যাস্তের অপেক্ষায় !