ওরা স্বপ্ন দেখেছিল ;
শেষ হবে ফুটপাথের এ অভিশপ্ত দিন , 
বস্তির আকাশে ফুটবে এবার রামধনু ,
জন জীবনে আবার আসবে খুশির জোয়ার , 
রিক্ত বাগিচায় হাসবে আবার কুসুম-কলি ,
ফুলের মাঝে ঘুমাবে যত অসহায় অলি !
ওরা স্বপ্ন দেখেছিল ;
জৈষ্ঠের দহন ক্ষত ভরাবে শ্রাবণ এনে ,
খরা গ্রাসিত জমিতে ফোটাবে স্বর্ণকমল ,
নবান্ন পালিত হবে সকলের ঘরে ঘরে ,
কেটে যাবে দুর্ভিক্ষের মেঘ,
সাজাবে জোনাকি নব পূর্ণিমার আলোর বাসর  
হাভাতির দ্বারে দ্বারে !
ওরা স্বপ্ন দেখেছিল ;
শুষে নেবে নীলকণ্ঠ এ শতাব্দীর সকল বীষ ,
সৃষ্টির নাভিপদ্ম হতেই আসবে ব্রহ্মার আশিস ,
জেগে উঠবে আবার বিপন্ন জীবনের প্রধান শিকড় !
ওরা স্বপ্ন দেখেছিল ;
আজো ওরা স্বপ্ন দ্যাখে একখানি বিশ্বস্ত হাতের !