বোঝাই কেমনে তোমায় প্রিয়া 
সয়েছে কতখানি আপন হিয়া 
খুঁজেছি তোমায় কত নিশিদিন ;
অচেনা পথে প্রান্তরে ঘুরে ঘুরে
এলো শেষে সেই দিন ।


কত কথা লেখে রোদ মেঘের ডানায় ,
ফাগুন এসে চুপিচুপি 
ভাসায় প্রেম ধারায় ।
ফুটেছে দেখ চেয়ে নীলাকাশের গায়ে
নক্ষত্র রোহিনী 
এখনও কি দূরেই রবে তুমি , যামিনী ?



মেয়েটির জন্য 
একখানি কবিতা লিখলো ছেলেটি ….


নাম না জানা মেয়ে
জানাব কেমনে তোমায় যেয়ে
এ মনের আকাশে বাতাসে 
কত স্বপ্নরা হল উদয় ;
চেয়ে থেকে দূরের নক্ষত্র পাড়ায় 
তন্দ্রাহীন কত রাত্রিরা ফুরায়
সে কথা জানে শুধুই আপন হৃদয় ।


জানিনা এ মোর দুঃসাহস কি না 
তবু বলিতে মন চায় 
সৃষ্টির সে রোগে ধরেছে আমায় ।
হয়নি এখনও সে ভাবে পরিচয় 
তবু কেন জানি খুব চেনা মনে হয়
যেন হাজার হাজার বছরের পরিচয় 
প্রেমের আরশিতে তাই দেখেছি তোমায় ।


তোমারে দেখেছি যেদিন থেকে 
আপন কান্তা রূপে নিয়েছি মেনে ;
ইহাতে দেখিনি কোনো পাপ
পারো যদি নিভিয়ে দাও 
এ মনের সকল সন্তাপ ,
মোহনায় মেলেছি মোর হাতখানি
নদী তুমি এসো তব পথ চিনে । 


আমি উজান , প্রতীক্ষায় রইলাম ;
ইচ্ছে হলে জানিও কি তোমার নাম ।