রোদ দুপুরেতে দগ্ধ হৃদয় পুরিতে
পেতেম একটু যদি দখিনা বাতাস
শান্ত হত যে বেদন  তপ্ত এ তনুর ,
পারিনা আর রুধিতে যেন নোনা জল !
ক্ষেপিয়া উঠিছে রুদ্র ঋতু এক্ষনে যে ,
করিতেছে অবিরাম ফুলকি উদ্গিরণ
চায় না থামিতে আজ সে তো কোনমতে ,
কোথা যাই কোথা পাই , একটুখানি সুখ !


বোশেখ পেরিয়ে জৈষ্ঠ্য পেয়েছে যৌবন
সবে | আসিলে আষাঢ় বাঁচে কুঞ্জবন
গাহিতো প্রাণ পাখিটি ইলশে-গুঁড়ি দের
সাথে , ভুবন মোহিনী হরেক রকম
গান | শ্রাবনো ধারার মৃত সঞ্জীবনী
আসুক নেমে এখুনি , ধূসর সমরাজ্যে !