ওই যে দেওয়ালেতে শোভা পায় যে ঘড়িটা ,
টিক টিক করে চলে যার সব কটি কাটা |
ও বড়ই নিষ্ঠুর শোনেনাতো কোনো কথা ,
মানেনাতো কোনো বাঁধা গতি ওর মনে গাথা |
কাটারো ঘনঘটায় চলে যায় কত দিন ,
দিগন্ত রেখাতেই সব আলো হয় ক্ষীণ |
গোধূলির হাত ধরে আবার আসে আঁধার ,
এমনি ভাবেই কাটে কালের সব প্রহর |
হৃদয়ের কোলাহল থেমে যায় কত শত ,
তারি চাকাতে পিষে দিয়ে যায় কত ক্ষত |
হিসাব রাখেনি তার করেছে শুধু সংহার ,
এ উপত্যকার বুকে তারি দানো অবতার !
কারো জোটে মহা ভেট কারো জ্বলে খালি পেট ,
কেউ থাকে মহা গৃহে কারো ফুটপাত বেড |
কেউ চড়ে যে বিমান ভীষণ মহামারিতে ,
কারো অবসন্ন দেহ কাটে রেলের চাকাতে !
রক্তমাখা রুটি কারো করে পরিহাস ,
কেউ বা কথা দিয়েই কেটে খায় বিশ্বাস !
সুদিন ক্ষণিক রয় কুদিনের নেই ক্ষয় ,
একই সাথে দ্বি'রূপে এ কেমন অভিনয় !
তার সেই রথখানি ছুটছে আবহমান ,
বঞ্চিত শাপ হতে পায়নাতো পরিত্রাণ !
কাটে কত কাল তবু গেলোনাতো কুনজর ,
আর কত ফুটবে যে রক্তে রাঙা এ ভোর !