তুমি হলে মহাজন , অর্থ স্তুপে করো বাস
তবুও বাঁকা নজর ঘিরে থাকে নাগপাশ |
মিছে বাহানায় কাড়ো গরিবের ভিটে মাটি
সুদে-মূলে শুষে নাও  দুর্বলের পরিপাটি |


শুধিলে ও হয় না তো ঋণ সব পরিশোধ
আধ আনা শোধিতেই মরে গেলেন সুবোধ !
তবুও যে থামেনাতো শোষণের আবর্তন
ঋণের বোঝায় কুঁজো হয় ছোট্ট হারাধন !


মুখ বুজে সয়ে  যায়  তব  সব  অবিচার
বল হীন ভেবোনাকো জানে তার অধিকার |
সময়ের অপেক্ষায় বাক্স ভর্তি বিস্ফোরক
বুঝিবে ফাটিলে তুমি কত পাপে কত ভোগ |


বিরোধ চাহেনা তবু , চায়  সে শুধুই শান্তি
প্রতিরোধ গড়িতেই লাঠি ধরে নীলকান্তি |