হুড খোলা জীবন গাড়িটা চায়না দিতে স্টপেজ
দুর্দম গতিতে চলছে তার মেদিনী বিদীর্ণ চাকা |
যৌবন নদীতে এলো বাঁক ফুরালো যে সব তেজ
হিসাব কলস শূন্য পড়ে , হৃদয় পুকুর ফাঁকা !


কত দিন রাত ভেবে সার অক্লান্ত কত যে শ্রম
বুকের ভিতর ধুকছে পাখি স্বপনে তবু বিভোর |
কি যে পেলাম,কি পেলাম না দেখি সব হল ভ্রম
আকাশ কুসুম ভেবে শেষে নামলো চোখেতে ঘোর |


চলছে গাড়ি সুখের পথে দুখের সওয়ারি নিয়ে
সময়টাও দেখি চোরা পথে ঝরছে পকেট কেটে |
সাগরটির মুখে অট্টহাসি  অমরত্ব সুধা পেয়ে
মোদের ভালে বৃষ্টি নদী নিত্যই তাই বুক ফাটে |


হঠাৎ দেখি পাহাড় ফুঁড়ে মেঘ দেশে এলো যান
পলক মেলতেই ব্রেক কষে জানালো শেষ স্টেশন !