চারিদিকে বহুরূপীদের মেলা বসেছে আজকে ,
রং বদলের হিড়িক লেগেছে আসমান ছেড়ে এ
ধরাধামে !


পথ চলিতে যাহাতে হোঁচট খেতে না হয় তাই
কখনো বায়ে আবার কখনো ডানের খেলা
জমে উঠেছে ভীষণ |


দুর্দান্ত সকল ঘোড়া বেচা কেনা চলছে রেসের
ময়দানে ! জিতিবার তীব্র সে নেশা চেপে বসেছে
সবার ঘাড়েতে |


কে করবে শেষ দাগ পার ? কার মাথায় উঠবে
সেরার মুকুট ? সেই চিন্তাতে আজ ছুটেছে ঘুম
তাবড় তোবড় গনৎকারের ও |


দিন-রাত একাকার করে চলছে হিসাব নিকাস |
মাপছে মঙ্গল-বুধ-শুক্র -শনি-রবি ও রাহু-কেতুর
অবস্থান সূক্ষ্ম যন্ত্র দিয়ে |


একবার ফস্-কালে দড়ি , নাগাল পাওয়া হবে ভার |
ছাড়তে নারাজ তাই সূচ্যগ্র ভূমি , অর্থ যতই
তাতে যায় যাক |


এ বহুরূপী ঘোড়ার দল | রং পাল্টালেও
হৃদয় সদা মাকাল ফল | গুছবে আপন আখের |
ক্ষতি নেই কোনই তবুও
চাই যে শুধুই , সেরা শিরোপা টুকুই |