ওই পথেরও শেষে ছিলো যে পরিণামটি লেখা ,
বিঁধিল আজ সে মোরে পোড়াইলো জ্বলন্ত শিখা |
হৃদে লালিত অসুখ আমারে দিলো শুধুই দুখ ,
স্মৃতির আড়লে তার ঝাপসা হলো আমার মুখ |
যে পথে দুইজনাতে হাঁটিলেম কত এক সাথে ,
বাটিলেম সুখ দুখ চড়িলেম স্বপ্নের রথে |
আজ এ ভরা গ্রীষ্মে শূন্য পথে ওড়ে শুধু ধুলি ,
মাখে না রঙ এ মন চলিলো গোধূলি খালি খালি |
ছলছল চোখেতেই আবাক দৃষ্টে  রই  চেয়ে ,
হাঁটিতে পারিনা আর এ নির্বাক দৃশ্যপট বেয়ে |
বেদনার কোলাহলে রিক্ত হৃদয় ওঠে ভরে ,
অন্তঃকরণ জুড়ে শোণিত ক্ষরণ আসে ফিরে |
সাহারা হীন আকাশ,মেঘ যে দিয়েছে তারে ঢেকে ,
তন্দ্রা হীন দু'চোখে ঘুমকে কে দেবে আর ডেকে |
ঝরা বকুলের হাসি আসেনা ফেরাতে কেহ আর ,
পথের ধুলিতে যায় স্বপ্ন সকলি মিশে তার |
তবু তারো প্রতীক্ষায় বসে থাকি বৃথা আশা এঁটে ,
হারানো দিনের সুখ খুঁজি পথের ধারের ইটে ,
কত প্রভাত সাঁঝের স্মৃতি মাখা আছে এ কংক্রিটে !