# তো - মার হাতে দিলাম আগুন
           ফাগুন দিলাম চোখে  |
                      ইচ্ছে মতই সোহাগ দিও
                                সব হারাদের বুকে |


# মা -নুষ হয়ে জনম লয়েছো ,
         দাগটি রাখো এ ভবে |
                    হিসাব গুলো মেলেনি যাদের ,
                               পাক সুখ তারা সবে |


# র -জনী দেখ ঐ প্রহর গোনে
        ঊষার খবর পেয়ে |
                 জীবন যেন থমকে না যায়
                             কসাই কালের পায়ে |


# কর-ম ধরম মানিও সদা
        সকল কিছুর আগে |
                 কাজের সহিত আপোষ নয়
                             ফোটাও হাসি রিক্ত বাগে |


# ত -মসা কাটিয়ে আলোয় ভরো
        তাদের জীবন কাল ,
                 বুনিল যাদের হৃদয় মাঝে
                             বুনো মাকড়সা জাল !


# ব্য -থার গর্ভে অনল ঢেলে
        হও তুমি আগুয়ান |
                 স্রোতের সাথেই তাল মেলাতে
                              দিও না যেন বিবেক ভাসান  |