অর্থ ;
অধিক প্রাপ্তি ডাকে অনর্থ
মধ্যম সতত থাকে ভয়ভীত
শূন্য হাত সদা সে রক্তাক্ত
সম বন্টন করিতে ঈশ্বর যে অসমর্থ !


ক্ষমতা ;
আছে যার তার চোখেতে রূঢ়তা
দম্ভের বসে ভোলে সে সততা
পদতলে চাপা পড়ে সরলতা
সব দেখি শুনি তবু চুপ এক বুক নিরাবতা !


স্বার্থ;
ছাড়া দু'পা ফেলে চলিতে ব্যর্থ
নিজ সুখ হেরি বৃথা শোকার্ত
চাহেনাতো হতে কেহ উদার্থ
তমসা পৃথিবী শুধু স্বার্থের করে যে দাসত্ব !


লোভ সে ;
আষ্টেপৃষ্ঠে বাঁধে নাগপাশে
সুললায়িত সে প্রলোভন ফাঁসে
সত্তারা সব গেছে বনবাসে
আমার আমার করিতে ব্যস্ত সবে দিবা-নিশে !


হিংসা ;
মস্তিষ্কের কোণে কোণে ঠাসা
পায়নাতো ঠাঁই সেথা ভালোবাসা
সভ্যতার আজ শোচনীয় দশা
জীবন সাগরে তুলিবে নাও এ , নাইকো প্রত্যাশা !


অহম ;
বিনা আগে জ্বলে আত্মসার হোম
এ  পৃথিবী  আজ  বড়  নির্মম
নিজ সব ঠিক , আর সব ভ্রম
সাজে সবে মূক , এই বা কেমন আত্মসংযম ?