তাকাও একটি আবার আঁখি দুটি তুলে
ক্লান্ত পথিক আমি,এসেছি পথ ধরে অজানা আকর্ষণে
পৌঁছেছি মৌন তায় এসেছি ভুলে।


ফিরে যাবার বেলায়;কেন পিছু তাকাও হায়
কেন এ মায়ার দৃষ্টি লুকাতে চাও বারে বার
ধরে কি রাখতে চাও হৃদয়ঙ্গম করিয়া আমার
অভিমান কি তবে মায়ার থেকেও বড়?
একটি বার পিছে ফিরে চাও শুধাও আপনারে কেন এ বিচ্ছেদ ঘটাতে তোমার এত আগ্রহ?
আমি তো চাইনি তোমার নি:সঙ্গতা
চেয়েছে আকুল হৃদয় তোমারে দিতে ঠাই
তবুও অভিমানে রানি তুমি যাচ্ছো কোথায়
এত প্রেম এত মায়া তুমি কোথা পাবে তা?
খুলে রাখব দ্বার খানি আমার
কোন এক অলস বেলায় যদি মনে পড়ে হায়
ভেবো না একটি বারও পিছু
আমার পথে দিও রওনা
সে পথ  থাকবে তোমার আজীবন খোলা