ইতি পরবে কবে এ বিরহের
দেখব তোমারে আঁখি মেলিয়া
ছুয়ে দেব আঙুল আনব বসন্ত ধারা


লাজে মেশা তোমার স্নিগ্ধ হাসি
পাইব কবে ধরিয়া দেখিতে,
হাসলে তুমি ওষ্ঠাধরে মুক্তা ঝড়ে
সেই সুখেতে বৈরাগী মন ফিরতে চাই না নীড়ে
ঢেউ খেলানো কেশের মোহে তোমার
মন ছুটে যায় বারে বার
তবুও চাও না কেন মেলে দুটি নয়ন
দেখো না একটিবার তোমাকে নিয়ে বাধি কত স্বপন
কোন সুখেতে মুখ ফেরাও
কোন সে মায়ার খোঁজে
দর্পণে তে হায় চোখ ফেরাও
মায়া তুমি বুনে দাও,
একটিবার আমার তরে