ঐ চুড়াই উঠতে অনেকটা বকি,
আমি পথের পথিক আমায় তোমরা দিয়ো না ফাকি,
পথ এখোন অনেক বাকি।


কন্টক বিস্তীর্ণ জানি,
সেই পুষ্প কাননের পথ  খানি;
স্নানে পাইবো নোংরা জল পানি
আহারে থাকবে কিছু বাসী ভাত
জানি ক্লান্ত ব্যথিত সে পথ!


আমি ওই সফরের ই পথিক হতে চায়!
হাওয়াই হাওয়াই ভেসে যেতে,
সকল ব্যথা দু হাতে মুছতে,
সকল জীর্ণ স্ব হস্তে দূর করতে,
সকল পাথেয় মানবের তরে বিলিতে চাই


আমি এক জরা জীর্ণ,
আমার কুটির খানি নিতান্তই শান্ত;
আমার এ আশা,
জানি দূর করে দিবে এক মুঠো হতাশা!


এ আমি,
কেবল ই একটি হাত,
তোমাদের সমাজের সহায় যা
অতিক্রম করে প্রতিঘাত।


আজি দিন বদলাবার,
একতা বদ্ধ শক্তি আসে না বারেবার;
এসো ভাই,
সকলে আজি, শপথ করি;
মানবের তরে, কল্যাণার্থ কাজে;
জীবন করিব বিলি।