এমন একটা দিন আসুক -
যেদিন আমার মায়ায় তোমার বুক ভরা থাক,
চাপা কষ্ট গুলো আমার ভালোবাসার পরশে তোমায় মুক্তি দিক;


তুমি আমার ভালোবাসায়, আর আদুরে ছোয়ায় ;
লজ্জায় লাল হয়ে থাকবে,
তোমার উষ্ণ ঠোট আমার গরম নিশ্বাসে,
আশ্রয় খুজে পাবে!


তোমার মায়া ভরা চোখে কেবল ই থাকবে আমার অপেক্ষা;
মুছে গিয়ে সকল চঞ্চলতা,
দৃষ্টিখানি খুজে ফিরবে আমার ছায়া।


একদিন হয়তো সব হবে,
আমার অপেক্ষায় তুমি,
  চোখে কাজল একে নীল শাড়ি পড়বে!


বরষা বেলার অলস দুপুরের কদম কোণে,
চুলে খোপা করে তুমি বসে থাকবে।
হলুদ শাড়ির আচঁল খানি আমার জন্য বিছিয়ে!


আমি সেদিন থাকবো না তোমার ডালিম খোপায়
কদম গুজতে,
কিংবা তোমার মায়ারী ফোয়ারায় ভিজতে!
অথবা তোমার হলুদ শাড়ীর ভাড়ী কুচি খানা ধরতে
বৃষ্টিভেজা আমার মাথা মোছার জন্যেও তোমার আচল খানি চাইবো না
তোমার চোখের মায়া আমার আর ফেরাতে পারবে না!


তুমি দেখে নিও,
তোমার হৃদয়ে অমর হওয়ার তীব্র নেশায়
আমি হারিয়ে যাবো