ভালোবাসি ভালোবাসতে ভালোলাগে বলে
তোমার চাহনি আর চাবুক গেলাতে আনন্দ পাই বলে
ভালোবাসাতে খুজে পাই সুখ
তোর হাসি মুখটাই ভুলে যায় দুখ


উৎসুক ঐ লাজুক হাসি,আখি মেলে ছলছল কান্নায় কেন দেও ভাসি?
কেন রাখো লাবন্য সুন্দর হাসি ওই মুখ টাতে,
তব দেখিয়া শান্ত হয় না ব্যাকুল এ হৃদয় টা যে
আমি হেথা বসে বসে আনমনে ভাবি
ঘুচিবে কবে বিরহের এ প্রহর
বসন্ত আসিয়া আলোকিত করবে ম্লান শান্ত এ হৃদ কুঠর
কৃপা করো একটু খানি হাসো ওই কোমল ওষ্ঠাধারে
দেখিয়া আখি জুড়ায় আমি এ ভ্রান্তির ছলে
কল্প রানি তুমি আমার রাজ্য জুড়ে বিস্তার
একটু খানি মায়া করে তুলে নিও অধিকার