হেটেছিলাম দুটিতে,
সেই যে ছায়াময় পথে;
বিষাদের সকল স্মৃতি গাথা যেথা গাথা আছে!


তুমিও আজ পারলে এক,
বিষাদ ময় ভিষণ অন্ধকার;
তোমার স্নেহ বদনে লুকানো
অস্তিত্ব যার!


তোমার ওই শহর খানিতে,
কোমল করে একটু ছুয়ে দিতে;
বারম্বার নিশাচর মন,
দিতে চায় যে একটু হাতছানি!
সে আশ,
নিভিয়ে দিলে আজ;
ক্লান্ত এই ব্যর্থ প্রেমিক,
ভীষণ ভাবে অভিমানে নিভৃতে সরে,
যাক,চলে যাক বহু আড়ালে!


কিন্তু লক্ষীটি,
তুমি কেন এতোটা দিতে পারো ফাঁকি!
কেন  অগোচর এতোটা,
কেন দিতে চাওয়া না আমায়,
তোমার শহরের ছোয়া;


বেদনা নিভৃত ওই আখি দুটিতে,
বিরহের জীবন্ত শিখা সেদিন ছিলনা আগোচরে;
তবুও তো চেষ্টাখানি,
সোনাপখিটা তুমি কম করো নি!


তুমি আমার চির সজিব ভালোবাসা
তোমার স্পর্শে জীবন্ত বাসনা ছোয়াঁ