আমি তোমাতে পেয়েছি নিজের করে,
নয়ন নিভৃতে ভাঙা ছেড়া এই হৃদ পাশে;
তুমি আমারই মাঝে রবে
জোৎস্নামাখা স্নিগ্ধ রাতে
হাটবো খানিকটা পথ তোমার আঙুল ধরে!


জানি তুমি আমাকে আপন করে নিতে পারবে না
তোমাকে পাওয়াত স্বাদ কখোনই মেটার না


তবুও তোমাকে ভালোবেসেছি
ভালোবেসেছি তোমাকে নিজের করে পাবো বলে নয়
ভালোবেসেছি তুমি ভালোবাসারই মতো তাই।


দেখে নিও তোমার চোখের মায়া,
আমায় আর টানবে না!
ভালো থাকবো আমি তোমায় ছাড়া।


তুমি থাকবে তো?
ভুলেওতো কখনো কাদবে না আমার জন্য।


অবশ্য আমি কিই বা বলছি,
তোমাতে খোয়ার ভয়ে অলীক স্বপ্ন আঁকছি!
তুমি যে অনেক দামি,
তোমার সৌরভে হাজারো উৎসকেরা জমাবে পাড়ি।
হায়!লক্ষিটি!


তুমি আমাকে ভালোবাসলে না,
অবশ্যি-
আপন করে বাধার মতোও আমি কিছু না।