একদিন রাঙা প্রভাত ফুটবে,
ঊষা দিগন্তে সূর্য হাসবে।
সোনালি আভায় হাসির ঝিলিক ছটফটাবে,
আমার দুয়ার সেদিন উৎসবে মাতবে!


তোমার রাঙা পা,
আর লজ্জাবতির রক্তিম ছোয়া;
তোমার কাজল চোখের পাতায়, জোৎস্নার খেলা!
আমি বিভরে থাকি..
না জানি এ কিসের ছোয়া


জানালার আড়ালে জোৎস্নাওয়ালা বসে,
তোমার দিকে চেয়ে,আকর্ণ হাসে!
আমার বড় হিংসে হয়,
কেন সে তোমাকে নব রূপে রাঙায়।


দূর পাহাড়ের বুকে, চাঁদের বুড়ি আনমনে হাসছে;
নরম আলোর কোমল মোহে,
তোমাকে নিয়ে যাব পাহাড়ে চড়িয়ে!
তুমি হাত বাড়াবে-
মেঘের পরশে তুমি চাঁদ ছোয়াবে!
চাঁদের ছোয়ায় নিভৃত আনন্দে,
তুমি যখন মুক্তা দাতে খিলখিলাবে!
আমি বিভোরে সেই মুক্তা ঝিলিক সুধা কুড়াবো
আমি হারিয়ে যাবো সেই অচেনা পাহাড়পুড়ে!


তোমার হাসি দেখতে,
আমি চাঁদেরকণা ছুবো
অমাবস্যার কালো তিথিতে জোনাকি হবো!
তুমি খিলখিলিয়ে ঝিলিক হাসবে
আমি মহানন্দে সৌরভ কুড়াবো
তোমাকে আমি জোৎস্না ছোয়াবো!