দহনে  গাত্র রস স্নিগ্ধ,
বক্ষে আঁকিয়া পদ চিহ্ন;
কত কাল বাজাইবে এ গান?
তারাও ধরনী সন্তান।


তারাও বহমান,
পুষিতে হবে এ ভূ সাম্যতান!


অদ্য নিশি,
ভাবনা তব হাসি হাসি;
থাকবে এ কতকাল?
লেহনে ঠেকতে হবে
আজিকার এ কর্ম ফল!


রেখো তব স্মৃতিপটে,
ভিক্ষালদ্ধ তোমার দান ওদের নাহি জোটে;
এ ওদের আপন অধিকার
পৌছানোর দায়িত্বে  শুধু তব স্বাধিকার।


অহংকার, বড়াই আজি নাহি কিছুর,
স্রষ্টা কৃপা হীনতায় তুমিও ফতুর!


কাল ক্ষেপণ করো না আর,
যদি চাও মঙ্গল আপনার;
হাস্যমুখে শুনো ওদের গল্প খানি একবার
কায় খানি তব উঠবে ঝেকে
বলতে পারি এ রাখিয়া আত্মনির্ভর