কুয়াশা ঘেরা সবুজ ওই মাঠখানি আমার,
কচি ধানের আগায় হিমেরা হাসছে খিল খিল বাজিয়া অলংকার;
এ হাসিতে আছে মোর অধিকার,
এ মাঠখানি আমার।


এ অনাবদ্ধ হাসিখানা আমার চেনা,
এরা আমার বাংলা মায়ের সোনার ছানা;
এরা সবুজ পোষাকে লাল টুপি দেওয়া
শীত বর্ষা বারো মাসে এ একই পোষাকে ঘেরা!


বেলা সাঝে প্রকৃতি সাজে,
আপন বেশে স্নিগ্ধ সুরে!
নদী তীরের ওই বালুময় প্রান্তর,
কাশফুলেরা গা দোলায় নিরন্তর;
আমি বসে বটমূলে
জলরাশির খেলায় ভাসি মনসুখে।