তবে আমি বিরহ-ই চায়
বিরহে নজরুল  নজরুল অকপটে হাসিয়াছিল তাই
তবে আমি ভালোবাসি তোমায়
ভালোবেসে রবি ঠাকুর বসন্ত এনেছিল কল্প ধরায়
তবে আমি বাস্তবে নয় কল্পনাতীত চাই
  যেথায় হুমায়ুন আনে মহাপুরুষের উথ্যান
বেধে নীল শাড়ির আচলে
রেখে রাস্তায় আর  ছাদের কার্নিস,


তবে আমি এক অনিশ্চিত যাত্রাই হতে চাই
যেথায় শরৎ বহায় স্রোতের উথান পা থান
     হবো আমি জীবনানন্দ দাস
প্রকৃতি আর অতিপ্রাকৃত থাকবে আমার বাস
হবো আমি জাফর ইকাবাল
বৈজ্ঞানিক চিন্তায় মাতিয়ে দিব শিশু কিশোরের দল
হবো আমি শেখ মুজিব
দেশের চিন্তায় রাজনীতিকে করে তুলব প্রাণবন্ত সজীব!
সকল কিছুতে রেখে যাবো চিহ্ন
ভবিষ্যতের তরে রেখে কিছু
জীবন করে যাবো ধন্য