আমার স্বপ্ন গুলো!
আমার স্বপ্ন গুলো ক্ষয়ে যবে,
তিমির ভেজা রাত্রির ছোয়াতে;
তোমার দীর্ঘ নিশ্বাস!
দমকা হাওয়া থামকে দেওয়া বিরাট প্রশ্বাস!
আমার বিষাদের লোনাভূমির ছোয়ায় খাবি খাবে।


ইচ্ছে গুলো হারিয়ে যাবে,
মন খারাপের স্রোতে ভেসে।
আমার স্বপ্ন গুলো জেগে উঠবে,
সত্যের হিম শীতল   পরশে।


তুমি নামের শব্দটি বড্ড পর হয়ে যাবে,
তুমি নামের মানুষ টি তখন,
অন্যের ঘর রাঙাবে!
বিষাদের ছায়া আমায় মাতাবে যখন।


তুমি নামের যে চাঁদটি নিয়ম করে আলো ছড়াতো,
আজ থেকে!
আজ থেকে তার ক্ষণ পাল্টাবে।
তুমি নামের প্রশান্তি ক'টি দীর্ঘনিশ্বাসে বদলাবে


তুমি নামের হাসির ঝিলিক,
এক পরশা বায়ে চোখ ভেজাবে।
তুমি নামের মানুষ টি,
অন্যের হবে!