আমি দেখলাম
তাজিং ঢং বিজয়ের শীর্ষদেশে,
ঝঞ্জাতাড়িত ক্লান্ত এক সৃষ্টিকে,
যে কাঁটা-লতায় বাঁধা পড়ে আছে-
বিশালদেহের এক শৈল খন্ডের সাথে।
চোখের কোনে উজ্জ্বল আভা-
আঘাতের তোড়ে ম্লান হয়নি-
ভাগ্যের বিড়ম্ববনায় কুঁকড়ে উঠেনি-রক্তাক্ত চুল;
শুধু মরা নদীর মত,
শুষ্ক রক্তের আলপনায় ঘেরা প্রতিটি ক্ষত।


তুমি কী অন্যায় করেছিলে?
কোন বিপ্লব? কোন সংগ্রাম? কোন ধ্বংস?
এ কি তারই শাস্তি?


কথা কও-কথা কও, হে- শৈল খন্ডে বন্দি বীর,
চোখের জ্যোতির মত মুখের বানী ছড়াও চারপাশে;
কথা কও- কথা কও,
পথ-বিড়ম্বিত এ অচিন যুবকের সাথে ।