কত রকম গল্প হতো ছোট বেলায়!
খেলাধুলা শেষে, গল্পের আসরে বসে,
বলা হতো কত আজগুবি গল্প!
ছোট বড় অনেক রকম গল্প !
পৃথিবীর মত আরেকটা পৃথিবী আসবে এই সৌরমন্ডলে!
অদ্ভুত সব ঘটনা ঘটবে আমাদের ভূমন্ডলে!
ঘুরতে ঘুরতে লাটিমের মতন
হবে সংঘর্ষ!
ছিটকে পড়বে সব কিছু চারিদিকে!
এদিকে-সেদিকে !
ছিটকে পড়বে মানুষ গুলো
তেমন করে, যেমন করে
ডাস্টবিনের চারিপাশে ময়লা ছিটকে থাকে!
রক্তাক্ত চারিপাশ রক্ত জমাট বেঁধে যাবে।
আহত শকুন গুলো
কুরে কুরে খাবে
যেখানে যা পাবে।
সবুজ গাছপালা গুলো অবুঝের মত
এখানে ওখানে ডালপালা ভেঙ্গে
উপড়ে পড়ে থাকবে!
ভাঙ্গা ডালে বসে কাকেরাও
আর্তনাদ করে ডাকবে!
ভাঙ্গা দালান-কোঠার ইট-বালি
ভাঙ্গা কাঁচ, ভাঙ্গা বাড়ি-গাড়ি
সবই হবে ভাঙ্গারী!


এত বিভর্ষ রূপ! এত ধ্বংসস্তূপ!
কেহ কি থাকবে?
যে তার ছবি আঁকবে?
পৃথিবীর একপাশ থেঁতলে দিয়ে
আবার হারিয়ে যাবে অন্য কক্ষপথে
ধাক্কা দেওয়া সেই আরেকটা পৃথিবীর মত
অবিকল নকল পৃথিবীটি।


আমাদের জীবন ও প্রকৃতি,
নতুন রূপে হবে পুনরাবৃত্তি।
আমাদের পৃথিবীর নতুন রূপ হবে
একপাশ থেঁতলে যাওয়া ক্ষত বিক্ষত!
কামড় খাওয়া আপেলের মত!
কি ভয়ঙ্কর! কি সাংঘাতিক!
ভয়ের কিছু নেই, পুরোটাই আজগুবি কাল্পনিক!