আমি যদি থাকি পড়ে কোন অমাবস্যার অন্ধকারে
নিতান্তই আমার আপন স্মৃতিপটে
তোমাকে খুঁজিবো না মোটে।
এখানে আমি শুধুই স্বার্থপর
আমি ও আমার স্মৃতিঘর।


কোনো কষ্ট অভিমানে,
ঘন কালো মেঘ যদি জমে
তোমার মনের আকাশে।
তাই দেখে আমি হব নাকো ফ্যাকাশে
এখানে তুমি শুধুই পর,  
আমার স্মৃতি ভরা তোমার জাদুঘর।


আমার এই স্মৃতিঘর, তোমার ঐ জাদুঘর
আমাকে করেছে আপন, তোমাকে করেছে পর।
কে কার আপন? কে কার পর?
উভয়েই পরষ্পর, আপন-পর।