ওগো বিদ্বেষী নারী!
অনেক কষ্ট হয় তোমাদের লাগি।
এক পুরুষ বিচারে বিচক্ষণ।
ভাঙ্গিয়াছো মন।
সকল পুরুষ কি এক পুরুষের মত?
করিয়াছে সকলের অন্তরে ক্ষত?


অনেক পুরুষ এই সমাজে আছে
পরাজিত নারীর ভালোবাসার কাছে।
অনন্ত ভালোবাসায় ভরিয়াছে বুক
নারীকে দিয়াছেন স্বর্গীয় অপরূপ সুখ।
শুধু নারীর ভালোবাসায়,
রাজ্যের পর রাজ্যে করিয়াছে জয়,
আনিয়াছে অনেক দূর্লব বিজয়।
শুধু নারীর ভালোবাসায়,
ত্যাগ সর্বস্ব,
সন্ন্যাসী বেসে ঘুরিয়াছে বিশ্ব।


শুধু নারীর ভালোবাসায়,
একটু বাঁচার আশায়,
কত আপন করিয়া সে পর
যুগলবন্দী বাঁধে সুখের ঘর।
কতো শোভায়িত করিয়া এই "নারী"
অন্তস্তলে রাখে "অমল অপ্শরী"।
ওহে নারী, ওহে বিদ্বেষী নারী।
একটু ভাবো তারি।