পুরুষ থেকে দূরে থাকাটাই
যদি ভাবো নারী মুক্তি
কথার অনেক যুক্তি,
মনেকরো, নারী তুমি মুক্ত।
উড়ো তব উন্মুক্ত আকাশে ও মুক্ত বাতাসে।
আপন স্বাধীনতায়,
নিজের যোগ্যতায়।


আকাশ কি চিরনীল?
বাতাস কি শুধু বাতাস?
মেঘ কি ঢাকে না অন্ধকারে?
বাতাস কি রূপ নেয় না ঝড়ো বাতাসে?
তখন কারে খুঁজিবে আশ্রয় নিতে?
অতন্ত্র প্রহরী রূপে কারে পাশে চাইবে তুমি?
বীরত্ব পুরুষে! সুপুরুষে!