জোনাকির মিটিমিটি আলোকিত রাত
ঝিঁ ঝিঁ পোকা আর ডাউকের ডাক
মাঝে মাঝে কিছু পাতা ঝরা শব্দ
এছাড়া সবাই নীরব-নিস্তব্ধ।
মন কত কিছুই বলতে চায়
দ্বিধা! সব ধূসর মরীচিকায়!
মাথার ভিতর সব ঘুরপাক
আবার খানিকটা পরে বলে, আজকে থাক।
আজকে সব ভেস্তে যাক।


অন্য কোনদিন কোনো সোনালী ভোরে
অশ্রু যদি জমে এই আঁখি কোনে।
লিখবো গোপনে মনের মলিন ব্যথা
শুধু পড়ে নিও, না বুঝে সব কথা।
স্নিগ্ধ শীতল হিম বায়ু সনে
কুয়াশায় শিশির জমে যদি আমার এই মনে।
তুমি রোদ্দুরের মতো যদি আসো বিকিরণে তাপ
শিশির ফুরায়ে মনে বাড়িবে অনুতাপ।
এই দ্বিধা মানে কি?
তোমায় ভালোবাসা?
নাকি কোনো ভুলের পরিতাপ ভাষা?