আকাশে যখন জমেছে মেঘ,
এক পলকে হবে নাকো শেষ।
খানিকটা বৃষ্টি সে ঝরাবে,
আপন ঝর্ণা ধারায়, মাটির প্রবল মায়ায়
অন্তর জ্বালা সে মিটাবে।


তুমি ভাসমান মেঘমালা
আমি সারাবেলা, বাস্তব লিলাখেলা।
নানান খেলার ছলে দেখি তোমায়‌।
প্রতিদিনের মত, মুছি অন্তরের ক্ষত,
অক্ষত রাখিবারে।


তুমি ভাসমান মেঘমালা
বাড়াইয়া অন্তর জ্বালা
আবার হারিয়ে যাও দূরে।
দূরে সুদূরে।